ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে একদিনে সাতজনের মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে একদিনে সাতজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে বুধবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যান তারা।

জেলার সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান এ তথ্য জানান।  

তিনি বলেন, সাতজনের মৃত্যু নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৩৭০ জন মারা গেলেন।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের পরীক্ষা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে ১৬৯ জনের। জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছে ১৩ হাজার ২৮৭ জন। অন্যরা চিকিৎসাধীন।

আরও পড়ুন:


এবার তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করলেন প্রেসিডেন্ট

মাহফুজ আনামের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সম্পাদক পরিষদ থেকে নঈম নিজামের পদত্যাগ

গ্রামীণফোনকে হু্মায়ূন পরিবারের আইনি নোটিশ


ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, হাসপাতালটির করোনা ইউনিটে ২৮৪ জন চিকিৎসাধীন ছিলেন।  

news24bd.tv নাজিম