বিভিন্ন জেলায় করোনায় প্রায় দেড় শতাধিক মৃত্যুর

বিভিন্ন জেলায় করোনায় প্রায় দেড় শতাধিক মৃত্যুর

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত হয়ে শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে বুধবার (২৮ জুলাই) এ রিপোর্ট লোখা পর্যন্ত ১৪৬ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা বিভাগের ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন।

এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬১ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোর ৩, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে আছেন।

খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা ১২,
চুয়াডাঙ্গায় ৬ , সাতক্ষীরা ৫, কুষ্টিয়া ৪, ঝিনাইদহে ৫, মাগুরায় ৩ জনের মৃত্যু হয়েছে।  

সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আরও ১৭ জন। তার মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, সিলেট জেলার ৯ জন, একজন সুনামগঞ্জের ও দুজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বরিশাল বিভাগের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন ছিল করোনা পজেটিভ। বাকিরা নানা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। ১০ জনের মধ্যে বরিশাল ৬, ঝালকাঠি ২, পিরোজপুর ১ এবং পটুয়াখালী ১ জন রয়েছেন।

চট্টগ্রাম বিভাগে কুমিল্লায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।  

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের ভৈরবে ১, কি‌শোরগ‌ঞ্জে ৩, টাঙ্গাইলে ৩ রয়েছে।

রংপুর বিভাগে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে
দিনাজপুর ৮, রংপুরে ৭, ঠাকুরগাঁওয়ে ৫, কুড়িগ্রামে ১, লালমনিরহাটে ১ রয়েছে।

আরও পড়ুন:


সিলেট বিভাগে করোনায় শনাক্ত ও মৃত্যু নতুন রেকর্ড

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে একদিনে সাতজনের মৃত্যু

বগুড়ায় ৭০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

মাহফুজ আনামের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সম্পাদক পরিষদ থেকে নঈম নিজামের পদত্যাগ


news24bd.tv / কামরুল