ফেরি ঘাটে পারের অপেক্ষায় শতাধিক যানবাহন

ফেরি ঘাটে পারের অপেক্ষায় শতাধিক যানবাহন

অনলাইন ডেস্ক

চলমান কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয় পাড়ে যাত্রীদের ভিড়। একই সঙ্গে ঢাকায় ফেরা ও দক্ষিণবঙ্গে দিকে ঘরমুখো যাত্রীর চাপ রয়েছে। এরই মধ্যে শিমুলিয়া ঘাট এলাকায় প্রায় একশ এর বেশি এবং বাংলাবাজার ঘাট এলাকায় প্রায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

আজ বুধবার দুপুরের দিকে এই চিত্র দেখা যায়।

এর মধ্যে দক্ষিণবঙ্গ থেকে আসা ঢাকাগামী যাত্রীর চাপ বেশি।


আরও পড়ুন

বিভিন্ন জেলায় করোনায় প্রায় দেড় শতাধিক মৃত্যুর

সিলেট বিভাগে করোনায় শনাক্ত ও মৃত্যু নতুন রেকর্ড

বগুড়ায় ৭০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

মাহফুজ আনামের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সম্পাদক পরিষদ থেকে নঈম নিজামের পদত্যাগ


এদিকে গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে সিএনজি, পিকাপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এতেও তাদের গুনতে হচ্ছে অধিক ভাড়া।

news24bd.tv/এমিজান্নাত