করোনাভাইরাস ঊর্ধ্বগতিতে সংক্রমণের শীর্ষে ঢাকা

করোনাভাইরাস ঊর্ধ্বগতিতে সংক্রমণের শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বগতির এই সময় সারাদেশে সংক্রমণের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। এদিকে সবচেয়ে কম সংক্রমিত হয়েছে রাজশাহী জেলায়। স্বাস্থ্য অধিদপ্তর গত ছয় মাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনায় এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৯ হাজার ১২৮ জন। ঢাকার পরের অবস্থান চট্টগ্রামের। সেখানে এই পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৭৪ হাজার ১৯৩ জন। আর এখন পর্যন্ত রাজশাহীতে শনাক্ত হয়েছে মোট ১৮ হাজার ৮০৮ জন রোগী।


আরও পড়ুন

ফেরি ঘাটে পারের অপেক্ষায় শতাধিক যানবাহন

বিভিন্ন জেলায় করোনায় প্রায় দেড় শতাধিক মৃত্যুর

সিলেট বিভাগে করোনায় শনাক্ত ও মৃত্যু নতুন রেকর্ড

বগুড়ায় ৭০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ


নাজমুল ইসলাম আরও বলেন, রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা পাশাপাশি রাখা হলে বরিশাল বিভাগের শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুর হার ২ শতাংশ। ঢাকায় সেটি ১.৩ শতাংশ, রংপুর বিভাগে ২.৪ শতাংশ।

news24bd.tv/এমিজান্নাত