৫ আগস্টের পর লকডাউন বাড়ানো হবে না,  এটি গুজব :  স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৫ আগস্টের পর লকডাউন বাড়ানো হবে না, এটি গুজব : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বরাত দিয়ে বিভিন্ন মাধ্যমে যে তথ্য প্রচার হয়েছে সেটি ‘গুজব’।  

আজ বুধবার (২৮ জুলাই) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে অপু বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোড করে কয়েকটি মিডিয়ায় একটি নিউজ যাচ্ছে যে ‘৫ আগস্টের পর আর লকডাউন দেয়া হবে না’।  

প্রকৃতপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আজ এ ধরণের কোন কথা বলেননি।

এটি ‘গুজব’।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

প্রসঙ্গত, আজ কয়েকটি গণমাধ্যমে চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ৫ আগস্টে শেষ হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বরাতে এমন সংবাদ ভাইরাল হয়।  

news24bd.tv/আলী