নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন স্প্রে

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন স্প্রে

Other

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে স্প্রে শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে নরসিংদী পৌরসভার ১ নং ওয়ার্ড বাসাইল এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ১ নং প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ খন্দকার পারভেজ, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, বিএমএ নরসিংদী জেলার সাধারণ সম্পাদক ডা. মো. সাজেদুল হক অপু সহ অন্যরা।

তারা বলেন, করোনা ভাইরাসের মধ্যে যেন ডেঙ্গুর প্রকোপ না দেখা দেয়, সে লক্ষ্যে পৌরবাসীকে নিরাপদ রাখতে পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে মশক নিধনে স্প্রে শুরু করা হয়েছে।

পর্যায়ক্রমে পৌর শহরের সব এলাকায় মশক নিধনে এ স্প্রে করা হবে। তবে পৌর এলাকার সব নাগরিককে তাদের বাসাবাড়িতে ফুলের টব ও এসিসহ অন্যান্য স্থানে পানি যেন জমে না থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

 

আরও পড়ুন:


করোনায় ঝালকাঠির আদালতের বিচারকের মৃত্যু!

মমেক হাসপাতালে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার দিলেন সিটি মেয়র ও চেম্বার সভাপতি


news24bd.tv তৌহিদ