চীনে তৈরি পারমাণবিক বোমা ক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চীনে তৈরি পারমাণবিক বোমা ক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অনলাইন ডেস্ক

চীনে সিনজিয়াং অঞ্চলে পারমাণবিক বোমা সাইলোর একটি নতুন ক্ষেত্র নির্মাণ করা হয়েছে। ওই অঞ্চলের পূর্বে হামির কাছে এটি নির্মাণ করা হয়েছে এমন ছবি স্যাটেলাইটে ধরা পড়েছে। গত সোমবার আমেরিকান ফেডারেশন অব সায়েন্টিস্টসের (এএফএস) একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে আরও ১১০টি ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করেছে চীন।

এই খবরে উদ্বেগ জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তা এবং রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা।


আরও পড়ুন

অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাস ঊর্ধ্বগতিতে সংক্রমণের শীর্ষে ঢাকা

ফেরি ঘাটে পারের অপেক্ষায় শতাধিক যানবাহন

বিভিন্ন জেলায় করোনায় প্রায় দেড় শতাধিক মৃত্যুর


চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর চীনের এই পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর পদক্ষেপকে উদ্বেগজনক আখ্যা দিয়ে বলে, বেইজিং পারমাণবিক অস্ত্রের নূন্যতম মজুদ বজায় রাখার দীর্ঘদিনের নীতি থেকে দূরে সরে আসছে। অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেওয়ার ঝুঁকি কমাতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে চীনকে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছে তারা।

সূত্র: রয়টার্স, দ্য ওয়াল স্টিট জার্নাল

news24bd.tv/এমিজান্নাত