আক্রান্তের হার ৩০ শতাংশ পেরিয়ে

আক্রান্তের হার ৩০ শতাংশ পেরিয়ে

অনলাইন ডেস্ক

দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। নমুনা পরীক্ষার হিসাবে দেশের সব বিভাগে শনাক্ত রোগীর হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে পাওয়া গেছে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৬ হাজার ২৩০ জনের। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৯১ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

news24bd.tv/এমিজান্নাত