করোনার পর হু হু করে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

Other

করোনার পর হুহু করে প্রকোপ বাড়ছে ডেঙ্গুর। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে জোর প্রচার-প্রচারনায় সহ অঞ্চল ভিত্তিক ডেঙ্গু অভিযানে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক জানিয়েছেন ঢাকা বিভাগের ৬টি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসায় ডেডিকেটেড করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়।

 

করোনার উদ্ধগতির সাথে ডেঙ্গু রোগির সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগির সংখ্যা ১৫৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৬৮ জন।

ঐ পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে মোট দুই  হাজার ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার এক হাজার ৫২৬ জন। বতমানে হাসপাতালে ভতি রোগীর সংখ্যা ৫০৯ জন। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু বরন করেছে ৪ জন।

এমন পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক প্রচারনায় মোটর শোভাযাত্রায় করে ঢাকা উত্তর সিটি কপোরেশন।

উত্তর সিটির মেয়র জানান, অঞ্চলে ভিত্তিক প্রতিটি ওয়াডে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনমত গড়ে তোলার প্রচারনা অব্যাহৃত থাকবে।

এর আগে সকালে ঢাকা দক্ষিন সিটি কপোরেশনের ৫৮ এবং ৫৯ নাম্বর ওয়াড থেকে ডেঙ্গুবিরোধী প্রচারনায় নামে ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস।


কিশোরকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা তরুণী!

দেশে আত্মহত্যা বেড়েছে ৪০ শতাংশ

মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার দোয়া


ডেঙ্গু পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক।

স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা যায়, সরকারি সব হাসসাপতালে ডেঙ্গু পরীক্ষা বিনামুল্যে এবং বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার খরচও নিধারন করার নির্দেশনা দেয়া হয়েছে।

news24bd.tv/আলী