বাড়ছেই ঢাকামুখী মানুষের স্রোত

Other

বাড়ছেই ঢাকামুখী মানুষের স্রোত। যানবাহনে সরগরম রাজধানীর বেশিরভাগ সড়ক। অদ্ভূত সব কারণ দেখিয়ে পুলিশের চোখ ফাঁকি দেয়ার আপ্রাণ চেষ্টা কিছু মানুষের। রিকশা আর মটরসাইকেলে কয়েকগুণ বেশি ​ভাড়া দিয়ে যাতায়াতে বাধ্য হচ্ছেন হাসপাতাল আর অফিসমুখী নগরবাসী।

পুলিশ বলছে, ব্যক্তি পযায়ে সচেতনা না বাড়ায় জরিমানা করে্ও সুফল মিলছে না।  

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে ভোর থেকেই পায়ে হেটে স্রোতের মতো শতশত মানুষ  ঢাকায় ফিরে। তবে তাদের কাউকে বেশিক্ষণ হাটতে হয়নি। পুলিশের তল্লাশী চৌকি নির্ধারিত এলাকায় হ্ওয়া ছোট ছোট যানবাহনে মহাসড়ক পাড়ি দেন কমস্থলে ফেরা  মানুষ।

মহাসড়কে যানবাহনের খুব একটা সংকট না থাকলেও বড় ভোগান্তি শুরু হয় রাজধানীর সাইনবোড সিঙ্গনাল পার হ্ওয়ার পর। সাইনবোড থেকে কারওয়ান বাজার পযন্ত মটরসাইকেলে ভাড়া হাকা হয় ৬০০ টাকা। আর যাত্রীবাড়ী পযন্ত রিকশায় ভাড়া ছিলো ২০০ টাকা। এমন ভাড়া নিয়ে যাত্রী-চালকদের মধ্যে রীতিমত হট্রগোল তৈরি হয়।


কিশোরকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা তরুণী!

দেশে আত্মহত্যা বেড়েছে ৪০ শতাংশ

মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার দোয়া


এছাড়া গোটা রাজধানীতে ব্যক্তিগত যানবাহনের দাপট ছিলো অন্যদিনের তুলনায় বেশি। অযৌক্তিক কারণে বের হ্ওয়া যানবাহনকে গুনতে হয় জরিমানা। তবুও নানা অজুহাতে রাস্তায় মানুষের উপস্থিতি ঠেকানো যায়নি।

তবে, বরাবরের মতো গলিপথে ছিলো মানুষ আর যানবাহনের সরব উপস্থিতি।     

news24bd.tv/আলী