করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে পাঁচজনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে পাঁচজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

চাঁদপুরে করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। জেলার হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েছে।   পাশাপাশি অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে।

বুধবার (২৮ জুলাই) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনার পথেই করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে একজন ফরিদগঞ্জ ও অন্য চারজন সদর উপজেলার।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, তাদের প্রত্যেকের শরীরে করোনার উপসর্গ ছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে নেয়া হয়।

তবে পথিমধ্যে তাদের মৃত্যু হয়।  

হাসপাতালে আনার পথে মারা যাওয়ারা হলেন- চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার জলিল খন্দকার (৫৮), সদর উপজেলার দাসদী গ্রামের নুরজাহান (৬৫), রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের আব্দুর রব (৯৫), দাসাদী এলাকার সফরমালী গ্রামের আব্দুল জব্বার (৭০) ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজার এলাকার খুকি বেগম (৫৫)।

এছাড়া কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিতে এসে হাসপাতালে মারা যান কামরুন্নাহার (৪০) নামের এক নারী।

 

আরও পড়ুন:


একসঙ্গে তিন ডোজ টিকা নেয়া সেই ব্যাক্তির পরিচয় মিলল

সম্পাদক পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন নঈম নিজাম

করোনায় ঝালকাঠির আদালতের বিচারকের মৃত্যু!

২৯ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে


news24bd.tv / কামরুল