চীনে পারমাণবিক বোমার মজুদ বৃদ্ধি, উদ্বেগ যুক্তরাষ্ট্রের

চীনে পারমাণবিক বোমার মজুদ বৃদ্ধি, উদ্বেগ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

সামরিক শক্তিতে আরও ভয়ংকর হয়ে উঠছে চীন। পারমাণবিক অস্ত্রে ব্যবহারের জন্য নতুন করে আরও ১১০টি ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করেছে শি জিনপিং প্রশাসন। স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

আমেরিকান ফেডারেশন অব সায়েন্টিস্টসের এক প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, শিনজিয়াং অঞ্চলের পূর্বে হামির কাছে নির্মাণ করা হচ্ছে সাইলোর একটি নতুন ক্ষেত্র। যার ছবি স্যাটেলাইটে ধরা পড়েছে।

চীনের দক্ষিণপূর্বে ৩৮০ কিলোমিটার দূরবর্তী ইয়ামেনের এক মরু এলাকায় প্রায় ১২০টি সাইলো নির্মাণের কাজ চলছে।

প্রসঙ্গত, বোমা বহনকারী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে ছোড়ার জন্য প্রস্তুত রাখার ভূগর্ভস্থ স্থানকেই সাইলো বলা হয়।

 

আরও পড়ুন:


আজ বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে রাজ-শিল্পাকে জরিমানা

টি-স্পোর্টসে আজকের খেলা

এদিকে, বেইজিংয়ের এ ধরণের পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের হুমকি দেয়ার জন্য নেয়া হয়েছে বলে উদ্বেগ জানিয়েছেন পেন্টাগন এবং রিপাবলিকান দলের সদস্যরা।

এ বিষয়ে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ড টুইট করেছে, "দুই মাসের মধ্যে জনসাধারণের নজরে দ্বিতীয়বারের মতো ধরা পড়ল এ ঘটনা, যাকে আমরা বলতে পারি বিশ্বের জন্য ক্রমবর্ধমান হুমকি এবং একে ঘিরে থাকা গোপনীয়তার চাদর। " 

news24bd.tv রিমু