করোনায় আক্রান্ত মরিয়ম নওয়াজ

করোনায় আক্রান্ত মরিয়ম নওয়াজ

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

মরিয়ম নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্যা ডনের খবরে এমনটিই বলা হয়েছে।

এক টুইট বার্তায় মরিয়ম নওয়াজ নিজেও করোনায় আক্রান্তের বিষয়টি সবাইকে জানিয়েছেন।

এদিকে করোনা আক্রান্ত হলেও ভাল আছেন মরিয়ম। বর্তমানের তিনি কোয়ারিন্টিনে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন মরিয়ম নওয়াজের শারীরিক অবস্থা ভাল। কোন রকম জটিলতা নেই।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে গত ২৫ জুলাই অনুষ্ঠিত ভোটে নির্বাচনী প্রচারাভিযান চালাতে গিয়ে ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হন পাকিস্তান মুসলিম লীগের এই ভাইস প্রেসিডেন্ট।

আরও পড়ুন


ইরান ও সিরিয়া সন্ত্রাসবাদের মূলোৎপাটন পর্যন্ত লড়বে: আসাদ

সম্পাদক পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন নঈম নিজাম

জিম্বাবুয়ে সফল মিশন শেষ করে দেশে পৌঁছেছে টাইগাররা

সারা বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ছাড়াল


পরে করোনার নমুনা পরীক্ষা করা হলে বুধবার তার রেজাল্ট পজেটিভ আসে। পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ও মরিয়ম নওয়াজের চাচা শেহবাজ শরিফ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত মে মাসের পর এই প্রথম দৈনিক সংক্রমণ ৪ হাজার পার হলো।

news24bd.tv এসএম