নোয়াখালীতে একদিনে আরও ২২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালীতে একদিনে আরও ২২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

Other

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭২৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৪শতাংশ।  

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১ জন।

মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন।

মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন:


আজ বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে রাজ-শিল্পাকে জরিমানা

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, বেগমগঞ্জ ১৫ জন, সুবর্ণচর ৭ জন, হাতিয়া ৬ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ী ১৫ জন, কোম্পানীগঞ্জে ৪৭ জন, সেনবাগে ৪৬, কবিরহাটে ১৫ জন রয়েছেন।

তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৯৭ শতাংশ।

এদিকে, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ১১৪ জন।

news24bd.tv রিমু