এক পয়েন্টের আক্ষেপ নিয়ে বিদায় নিলেন দিয়া সিদ্দিকী

এক পয়েন্টের আক্ষেপ নিয়ে বিদায় নিলেন দিয়া সিদ্দিকী

অনলাইন ডেস্ক

টোকিও অলিম্পিকে আর্চারিতে রিকার্ভ এককে বেলারুশের কারিনা দিওমিনস্কায়ার কাছে মাত্র ১ পয়েন্টে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশি আর্চার দিয়া সিদ্দিকী। বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল সোয়া আটটায় ম্যাচটি শুরু হয়।

প্রথম সেটে দিয়া ২৩-২২ স্কোরে জিতে দুই পয়েন্ট জিতে নেন। পরের সেটেই অবশ্য ২৬-২৫ ব্যবধানে হারতে হয় তাকে।

তৃতীয় সেট সমান ২৫-২৫ সেটে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেন তিনি। চতুর্থ সেটে ২৯-২৫ ব্যবধানে দিয়া হারলেও শেষ সেটে আবারও ঘুরে দাঁড়ান তিনি, সেট জেতেন ২৭-২৫ ব্যবধানে।

পাঁচ সেট শেষে দুইজনেরই পয়েন্ট দাঁড়ায় ৫-৫ এ। ড্র হওয়াতে শ্যুট অফ পয়েন্টে অবশেষে স্বপ্নভঙ্গ হয় দিয়ার।

আর কারিনা ৫টি সেটের মধ্যে কোনো বারই ১০ স্কোর গড়ে শুরু করতে পারেননি; কিন্তু এবার তিনি তাই করলেন। মাত্র ১ পয়েন্টের জন্য হারতে হয় দিয়ার।

র‍্যাংকিং ও অভিজ্ঞতায় অবশ্য কারিনার চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন দিয়া। রিকার্ভ এককে বিশ্ব র‍্যাংকিংয়ে কারিনার অবস্থান ৩১তম, আর দিয়া ১৫৫ নম্বরে।


আরও পড়ুন:

ওমরাহ্‌ পালনে করতে মানতে হবে যেসব শর্ত

গুলি করে ফিলিস্তিনি শিশুর বুক ঝাঁজরা করে দিল ইসরাইলি বাহিনী

কুমিল্লায় বালু বোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

কলাপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগ নেতার কবজি কেটে নিল প্রতিপক্ষ


একদিন আগেই গত ২৭ জুলাই অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। দীর্ঘদিন পর দেশের হয়ে প্রথমবারের মতো অলিম্পিকে পদক জেতার স্বপ্ন দেখান দেশসেরা এই দুই তীরন্দাজ। তাদের বিদায়ের সাথে সাথে এবারের অলিম্পিকেও কোন পদক জেতার সম্ভাবনার এখানেই সমাপ্তি বলে ধরে নেয়া যায়।

news24bd.tv/ নকিব