তিন টিকার নেয়ার দাবি: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

তিন টিকার নেয়ার দাবি: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

ওমর ফারুক নামের সৌদি প্রবাসী এক ব্যক্তির তিন টিকা নেয়ার দাবির প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসপাতাল পরিচালক জানান, তিন টিকা নেয়ার দাবিদার নারায়ণগঞ্জের ওমর ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণে আছেন। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, এখন পর্যন্ত তিনটি টিকা নেয়ার ব্যাপারে কোন ধরনের তারা প্রমাণ পাননি এবং লক্ষণও নেই। তিন ডোজ টিকা নেয়া যুবক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই আছে। তাকে র‌্যাব সদস্যরা হাসপাতালে নিয়ে এসেছে বলেও জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান।

news24bd.tv এসএম

আরও পড়ুন


লকডাউনে ছেলের বিয়ের আয়োজন, অর্থদন্ড দিলেন ইউপি সদস্য

মাস্ক পরানোর শেষ চেষ্টা হিসেবে আমার কিছু প্রস্তাব

করোনা আক্রান্তকে সমাজচ্যুত করার মানসিকতা বন্ধ করি

অপহরণের ৪ দিন পর শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার