বর্তমানে দেশে করোনায় মৃত্যুহার ভারতের চেয়ে বেশী

ডা. আরিফ মাহমুদ

বর্তমানে দেশে করোনায় মৃত্যুহার ভারতের চেয়ে বেশী

Other
করোনা মহামারীর এক কঠিন সময় পার করছে বাংলাদেশ। কোনোভাবেই কমছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় দুইটা রেকর্ড হয়েছে; মৃত্যু হয়েছে ২৪৭ এবং নতুন সংক্রমণ ১৫,১৯২ (২৬ জুলাই, ২০২১) । এই ধারা মনে হচ্ছে কিছুদিন অব্যাহত থাকবে।
করোনার এই উচ্চগতির কারন দুই লকডাউনের মাঝখানের সময়টার (৯ দিন) শিথিলতা। এই সময় নিম্নলিখিত অনিয়মগুলি পরিলক্ষিত হয়ঃ
 
• লকডাউন সঠিকভাবে না মানা
• কোরবানির ঈদের সময় ব্যাপক বিচরণ, স্বাস্থ্যবিধি না মানা
• গ্রামে/ দেশের বাড়িতে যাতায়াত এবং শহরে আসা যাওয়া
• মাস্ক না পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি না মানা
বাংলাদেশে বর্তমানে করোনায় মৃত্যুহার ভারতের চেয়ে বেশী। দক্ষিন- পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।  
news24bd.tv
এই অবস্থা হতে উত্তরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের অন্যান্য বিভাগ একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই সব উদ্যোগের কারনে আমরা করোনার প্রথম ও দ্বিতীয় ঢেঊ ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। সংক্রমণের এই ঊর্ধ্বগতি কমানোর জন্য বর্তমানে উল্লেখযোগ্য পদক্ষেপ সমূহঃ 
 
•দেশব্যাপী লকডাউন
•সরকারি হাসপাতালগুলোতে করোনা বেড বৃদ্ধি (১২০০ বেড)
•বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বেড বৃদ্ধি (২০০০ বেড)
•দেশব্যাপী ফিল্ড হাসপাতাল স্থাপন
•টিকার মজুদ নিশ্চিত করা
 
এখন পর্যন্ত একুশ কোটি টিকার নিশ্চয়তা পাওয়া গেছে। পর্যায়ক্রমে টীকাগুলো দেশে আসছে এবং আসবে। টিকাদান কর্মসূচী ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে টিকার জন্য বয়সসীমা ১৮ বছর পর্যন্ত নামিয়ে আনার কাজ চলছে। আগামী ৭ই আগস্ট থেকে প্রতিদিন সাড়ে ৮ লাখ, প্রতি সপ্তাহে ৭ লাখ ও প্রতিমাসে ১ কোটি টীকা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৩৩৮ জন টীকা নিয়েছেন। তারমধ্যে ১ম ডোজ নিয়েছেন ৭৫ লাখ ৬০ হাজার ৩৭২ জন এবং ২য় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫ হাজার ৯৬৫ জন।
 
এইসব পদক্ষেপের সুফল পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা যদি সচেতন না হই; তাহলে অচিরেই আমাদের দেশের অবস্থা পার্শ্ববর্তী দেশ সমূহের মতো হতে পারে।  

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য, জনগণের করনীয় হচ্ছে নিম্নলিখিত বিষয়গুলির উপর জোর দেওয়া ও মেনে চলাঃ

•লকডাউন মেনে চলা
•ঘরে অবস্থান করা
•মাস্ক পরিধান করা
•শারীরিক দূরত্ব বজায় রাখা 
•হাত ধোঁয়া
•নাম নিবন্ধন করে টীকা গ্রহন করা।
আমরা আশাবাদী যদি সবাই একসাথে নিয়ম মেনে উপরের কাজগুলি করতে পারি; তাহলে অবশ্যই অচিরেই করোনা মহামারীর বিরুদ্ধে জয়লাভ করতে পারবো।
 
ডা. আরিফ মাহমুদ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডেপুটি ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস, এভারকেয়ার হসপিটাল ঢাকা।
 
সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর,বিশ্ব স্বাস্থ্য সংস্থা,জনস্বাস্থ্য মন্ত্রণালয়,জন হপকিন্স ইউনিভার্সিটি 
news24bd.tv/আলী