অ্যাম্বুলেন্সে কৃত্রিম পায়ে হিরোইন!

অ্যাম্বুলেন্সে কৃত্রিম পায়ে হিরোইন!

Other

গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সে রোগী সেজে থাকা ব্যক্তির কৃত্রিম পায়ের ভেতর থেকে ৪১০ গ্রাম হিরোইনসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, কোম্পানী কমান্ডার রেজাআহমেদ ফেরদৌস। তিনি বলেন, এসময় অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে। মাহসড়কে চেকপোস্ট বসিয়ে
অ্যাম্বুলেন্স মাইক্রোবাসটি তল্লাশি করা হলে দেখা যায় সেখানে থাকা ২ ব্যক্তির মধ্যে একজনের এক পা পঙ্গু এবং পুরো শরীরে টিউমার রয়েছে।

এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন থাকায় তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত করা আছে। কিন্তু কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ হলে তাতে তল্লাশি করা হয়। এসময় কৃত্রিম প্লাস্টিকের পায়ের ভেতর অভিনব কায়দায় রাখা ৪১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী রাজশাহীর বুলবুল আহম্মেদ (৪০) ও মো. আজিজুর রহমানকে (৩৫) করা হয়েছে।

র‌্যাব-কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা তারা স্বীকার করেছে। ইতিপূর্বেও তারা একই কৌশলে রাজশাহী থেকে রংপুরে হেরোইন পাচার করেছিল বলেও জানিয়েছে।

আরও পড়ুন:


ঢাকায় পৌঁছাল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ঝিনাইদহে কঠোর লকডাউন উপেক্ষা করে বাইরে মানুষ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


 news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর