রংপুর বিভাগে করোনার আরও ১১ জনের মৃত্যু

রংপুর বিভাগে করোনার আরও ১১ জনের মৃত্যু

Other

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ১১ জন। এনিয়ে এই বিভাগে করোনায় মারা গেলেন ৮৯৩ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪৮ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মারা গেছে ১১ জন।

এদের মধ্যে রংপুর ও দিনাজপুরে ৫ জন করে, কুড়িগ্রামে ২ জন এবং লালমনিরহাট, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় ১ জন করে মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৭৪৮ জন। এই সময়ে শনাক্তের ২৮ দশমিক ৬৩। এর আগের ২৪ ঘণ্টায় ছিল ২৮ দশমিক ২ ভাগ।

আক্রান্তদের মধ্যে রংপুরে ৪১৯ জনের পরীক্ষায় ১৭৬ জন; পঞ্চগড়ে ১৬৮ জনের মধ্যে ৭৭; নীলফামারীতে ২৪৯ জনের মধ্যে ৫৯; লালমনিরহাটে ১০১ জনের মধ্যে ২৫; কুড়িগ্রামে ২৭৫ জনের মধ্যে ৮১ ; ঠাঁকুরগাওয়ে ১৯৭ জনের মধ্যে ৮০;
দিনাজপুরে ৯৯৮ জনের মধ্যে ১৮০ এবং গাইবান্ধায় ১৭৯ জনের মধ্যে ৭০ জন করোনা শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, রংপুর বিভাগের আট জেলায় করোনার শুরু থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ২১ জনের নমুনা পরীক্ষায় ৪২ হাজার ৯৮৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৮৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১৩২ জন।

আরও পড়ুন:


ঢাকায় পৌঁছাল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ঝিনাইদহে কঠোর লকডাউন উপেক্ষা করে বাইরে মানুষ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


 news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর