রংপুরে ২২৬ চীনা নাগরিক টিকা নিলেন

রংপুরে ২২৬ চীনা নাগরিক টিকা নিলেন

Other

রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে ২২৬ জন চীনা নাগরিক করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের টিকা প্রদান করা হয়েছে। যারা টিকা গ্রহণ করেছে এরা সবাই নীলফামারীর উত্তরে ইপিজেড ও দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনিতে এ কর্মরত।

রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, চীনা নাগরিকরা নীলফামারী ইপিজেডে কর্মরত থাকলেও
ঢাকা থেকে তারা রংপুরের ঠিকানায় রেজিস্ট্রেশন করেছেন।

ফলে তারা আজ বৃহস্পতিবার রংপুর সিভিল
সার্জন কার্যালয় এসে করোনার ঠিকা গ্রহণ করেছেন। আমরা দুটি বুথে তাদের টিকা দেওয়া কার্যক্রম
শেষ করেছি। টিকা দেওয়া শেষে তাদের প্রত্যেককে ত্রিশ মিনিট পর্যবেক্ষণে রেখেছি।

কারো কোনো সমস্যা আমরা দেখিনি বা তারাও কোনো অভিযোগ করেননি।

জেলার এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, চীনের এই নাগরিকরা তারা তাদের দেশের টিকা নিতেই আগ্রহী। অন্য দেশের নিতে চাননি। তাই, আমরা তাদের দেশের সিনোফার্মা টিকাই প্রয়োগ করেছি।

চীনা নাগরিকের প্রতিনিধি থমাস জানান, আমরা বাংলাদেশের উত্তরা ইপিজেড এবং দিনাজপুরের কয়লা খনিতে কাজ করি। সবাই আজকে এখানে টিকা নিলাম।

কয় নামে এক চীনা নাগরিক জানান, আমরা টিকা নিতে কোনো ধরনের সমস্যা হয়নি। ইউ আর ফিলিং বেটার রাইট নাউ।

হু চেং উন নামে এক চীনা নাগরিক জানান, আমরা সবাই এক সাথে টিকা নিতে এসেছি, ভালো লাগছে কোনো সমস্যা নেই। কোন ধরনের অসুবিধা হচ্ছে না।

রংপুর মেট্রপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ জানান, চীনা নাগরিকদের নিরাপত্তায় সর্তক ছিল
পুলিশ ।

আরও পড়ুন:


ঢাকায় পৌঁছাল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ঝিনাইদহে কঠোর লকডাউন উপেক্ষা করে বাইরে মানুষ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


 news24bd.tv তৌহিদ