গাঁজায় ভবিষ্যৎ দেখছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

গাঁজায় ভবিষ্যৎ দেখছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

অনলাইন ডেস্ক

প্রচলিত সিগারেট নয় গাঁজায় নিজেদের ভবিষ্যৎ দেখছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। যুক্তরাজ্যের বৃহত্তম টোব্যাকো ফার্মটি সিগারেট বিক্রি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।

যুক্তরাজ্যের বৃহত্তম টোব্যাকো ফার্মটি  তাদের পণ্যে মানুষের স্বাস্থ্যজনিত প্রভাব হ্রাস করতে চায়। এ জন্য তাদের চাওয়া, দ্রুত রূপান্তর।

গত মার্চে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কানাডার মেডিকেলে ব্যবহৃত এক গাঁজা প্রস্তুতকারক কোম্পানি অর্গানিগ্রামের সঙ্গে চুক্তি করে।

কোম্পানিটি প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা উৎপাদনে গবেষণার জন্য একটি চুক্তিও করেছে। প্রাথমিকভাবে তারা ক্যানাবিডিওল (সিবিডি) উৎপাদনের দিকে নজর দেবে।


কিশোরকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা তরুণী!

দেশে আত্মহত্যা বেড়েছে ৪০ শতাংশ

মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার দোয়া


 

বিএটি’র নির্বাহী কিংসলে হুইটন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, নিকোটিন নয়, গাঁজার নির্যাসের পণ্য আমাদের ভবিষ্যৎ।

আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো, তামাকের ক্ষতিকারক প্রভাব কমিয়ে বিকল্প কিছুর জন্য মানুষকে উৎসাহিত করা।

news24bd.tv/আলী