আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভেরিয়্যান্ট লামডা

আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভেরিয়্যান্ট লামডা

অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনার ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভেরিয়্যান্ট 'লামডা'। বিশ্বের বিভিন্ন দেশে এই করোনা'র এই ধরণ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে ২৯টি দেশে 'লামডা' সংস্করণে আক্রান্ত রোগী মিলেছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লাতিন অ্যামেরিকায় প্রথম সন্ধান পাওয়া এই নতুন সংস্করণ উত্তর আমেরিকায়ও ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ২০২০ সালে পেরুতে প্রথম 'লামডা' ভেরিয়্যান্ট পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে 'ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট' নাম দিয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে ছয় জন লামডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত দু' মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে লামডা'র ভ্যারিয়েন্ট উপসর্গ লক্ষ করা গেছে।

আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। এরপর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে। সেখান থেকে মোট ২৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই লামডা।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও আরও ভয়াবহ হবে এই ভ্যারিয়েন্ট। কারো শরীরে এই ভ্যারিয়েন্ট থাকলে তা অন্যদের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

news24bd.tv/আলী