‘ট্রাম্পকে ইমপিচ করা উচিত’

‘ট্রাম্পকে ইমপিচ করা উচিত’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন বিরোধী ডেমোক্র্যাট দলের প্রভাশালী সিনেটর ম্যাক্সাইন ওয়াটার্স।

বুধবার এক টুইটার বার্তায় ম্যাক্সাইন আরও বলেন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনে করেন সব আলোচক ও আমেরিকার বন্ধুদের চেয়ে তিনি বেশি বোঝেন। কিন্তু পরমাণু সমঝোতা থেকে প্রত্যাহারের মাধ্যমে ট্রাম্প আমেরিকাকে আরো বিচ্ছিন্ন করে ফেললেন।

ট্রাম্পের কঠিন সমালোচনা  করে ম্যাক্সাইন প্রশ্ন করেন, আমরা কতদিন ট্রাম্পের এই মহা গোঁয়ার্তুমির শিকার হব? এর একমাত্র সমাধান হচ্ছে- প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা।

ট্রাম্প মঙ্গলবার বিকেলে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তার পরই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। মার্কিন পদক্ষেপের বিপরীতে রাশিয়া, চীন ও ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো সমঝোতা রক্ষার ওপর গুরুত্বারাপ করছে।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, ট্রাম্প বিভ্রান্তির শিকার। তার এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর