খুলনায় করোনায় মৃত্যু দুই অঙ্কের নিচে

খুলনায় করোনায় মৃত্যু দুই অঙ্কের নিচে

Other

খুলনা জেলায় করোনায় আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ছে। একই সাথে কমছে হাসপাতালে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত খুলনার তিনটি হাসপাতালে করোনায় ৮ জন মারা গেছেন।

এর আগে ২৯ জুলাই করোনায় ১৫ জন, ২৮ জুলাই ৯ জন, ২৭ জুলাই ৯ জন ও ২৬ জুলাই ১১ জন মারা যায়।

এর বাইরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আরো আট জনের মৃত্যু হয়।
 
জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার কয়রার আফসার গাজী (৬০), তেরখাদার মরিয়ম (৭৪), চুয়াডাঙ্গা সদরের গিয়াসউদ্দিন (৯০), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার বয়রা এলাকার আব্দুস সবুর (৭৫), ঝিনাইদহে কালিগঞ্জের লুৎফর রহমান (৯০), ঝিনাইদহের কোটচাঁদপুর আনসার উদ্দিন (৮০) ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খুলনার সামছুর রহমান রোডে মনোয়ারা বেগম (৬৭), বাগেরহাটের দেলোয়ার হোসেন (৭০) করোনায় মারা গেছেন।

আরও পড়ুন


কুষ্টিয়ায় করোনায় আরো ৮ জনের মৃত্যু

সপ্তম শ্রেণির ছাত্রীকে পিকনিক স্পটে নিয়ে ৫ বন্ধু মিলে ধর্ষণ

সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান

স্বামীর পর্নকাণ্ড: ক্ষতিপূরণ দাবি করে মামলা করলেন শিল্পা শেঠি


জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ২৬৩ জন। যা আগের দিনের (২৯ জুলাই) তুলনায় ৮১ জন কম।

খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়।

এর মধ্যে খুলনা মহানগর ও জেলার ৩২৫ জনের মধ্যে ১০০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাট ৩, নড়াইল ১, গোপালগঞ্জ ১, ঝিনাইদহ ১ ও মাদারীপুরে ১ জন করোনা শনাক্ত হয়েছে।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক