পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্ত ১২৩

পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্ত ১২৩

Other

পটুয়াখালীতে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২৩ জনের পজেটিভ।

তিনি আরও জানান, কলাপাড়া উপজেলার চম্পাপুরের নাসির উদ্দিন (৭২) ও মম্বিপাড়া গ্রামের রাহিমা বেগম (৪৮) কলাপাড়া উপজেলা হাসপাতালে মারা গেছেন।

এছাড়া সদর উপজেলার বড়বিঘাই এলাকার ফজললু হক (৭৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, কলাপাড়ার বালিয়াতলীর সাদিয়া (২০) বরিশাল শেবাচিম হাসপাতালে ও আলাউদ্দিন (৭২) বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজ বাড়ীতে মারা গেছেন।

আরও পড়ুন


খুলনায় করোনায় মৃত্যু দুই অঙ্কের নিচে

কুষ্টিয়ায় করোনায় আরো ৮ জনের মৃত্যু

সপ্তম শ্রেণির ছাত্রীকে পিকনিক স্পটে নিয়ে ৫ বন্ধু মিলে ধর্ষণ

সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান


পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। বর্তমানে মোট এক হাজার ৫৩৭ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২৯ জন এবং হোমে রয়েছেন এক হাজার ৪০৮ জন। এ পর্যন্ত ২৭ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

news24bd.tv এসএম