ঝিনাইদহে আজও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৫

ঝিনাইদহে আজও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৫

Other

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ শত ৯৯ জনে। একই সময়ে নতুন করে আরও ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানান, করোনায় জেলা সদরে ৪ জন ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং উপসর্গ নিয়ে সদরে ১ জনের মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডে ৬৭ ও আইসোলেশনসহ মোট ভর্তি হয়েছে ৮৬ জন।

আজ শুক্রবার (৩০ জুলাই) সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে আসা ২’শ ৯৯টি নমুনার ফলাফলের মধ্যে ৭৫ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৫ দশমিক ৮ শতাংশ।

এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪’শ ৮৮ জনে। এ পর্যন্ত করোনার সাথে লড়াই করে নতুন করে ১৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭'শ ৯ জন।

news24bd.tv এসএম

আরও পড়ুন


বগুড়ার গাবতলীতে ৩০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

রাজের কাছে যৌন হয়রানির শিকার হয়ে বিস্ফোরক তথ্য দিলেন শার্লিন চোপড়া

পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্ত ১২৩

খুলনায় করোনায় মৃত্যু দুই অঙ্কের নিচে


 

এই রকম আরও টপিক