ঝিনাইদহে নামাজে ইকামত দেয়া নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ৫

ঝিনাইদহে নামাজে ইকামত দেয়া নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ৫

Other

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার গোয়ালপাড়া পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এমদাদুল হক জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

গতকাল বৃহস্পতিবার ওই গ্রামের মসজিদে মাগরিবের নামাজে ইকামত দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মোদাচ্ছের হোসেন নামের একজনকে মৃত ঘোষণা করেন।

news24bd.tv এসএম

আরও পড়ুন


চাকরি দেবে প্লান ইন্টারন্যাশনাল, বেতন প্রায় ৫০ হাজার টাকা

বগুড়ার গাবতলীতে ৩০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

রাজের কাছে যৌন হয়রানির শিকার হয়ে বিস্ফোরক তথ্য দিলেন শার্লিন চোপড়া

পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্ত ১২৩