ভারতে পাথর খনিতে বিস্ফোরণ, নিহত ১৩

ভারতে পাথর খনিতে বিস্ফোরণ, নিহত ১৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ ও ঝড়খন্ডের সীমান্ত এলাকার একটি পাথর খনি থেকে অবৈধভাবে কয়লা তোলার সময় ডিনামাইট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। আজ (১০ মে) ভোর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

খনির ভিতরে আরও মৃতদেহ রয়েছে বলে জানা গেছে। নিহতদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোহম্মদপুর বাজার এলাকার বাসিন্দা।  

তবে স্থানীয়দের দাবি, তারা ১৬টি লাশ উদ্ধার করেছে। যেহেতু পাথরের ওই খনি থেকে অবৈধভাবে কয়লা তোলা হচ্ছিল, তাই মামলার ভয়ে মৃতদেহগুলো সরিয়ে ফেলা হয়েছে।

news24bd.tv
বিস্ফোরণে নিহত এক ব্যক্তি [ছবি: আনন্দবাজার পত্রিকা]

শুধু ঝড়খণ্ড রাজ্য নয়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাকুড়, রাজগ্রাম, গোপালগঞ্জসহ বেশ কিছু এলাকায় রয়েছে পাথরের খনি। এইসব খনি থেকে বৈধ-অবৈধভাবে হাজার হাজার টন পাথর রে্াজই তোলা হচ্ছে।

মূলত রাজনৈতিক প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে খাদান দখল করে ডিনামাইট ফাটিয়ে পাথর ও কয়লা তোলার কাজ চলে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা    

• অরিন/নিউজ টোয়েন্টিফোর