৩৪ হাজার জনসংখ্যা নিয়ে অলিম্পিকে পদক জয়ের কীর্তি

৩৪ হাজার জনসংখ্যা নিয়ে অলিম্পিকে পদক জয়ের কীর্তি

অনলাইন ডেস্ক

টোকিও অলিম্পিকে মেয়েদের শ্যুটিং ট্র্যাপে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন সান মারিনোর আলেসান্দ্রা পেরেল্লি। সেই সাথে মাত্র ৩৪ হাজার জনসংখ্যা নিয়ে অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে পদক জেতার রেকর্ড গড়লো দেশটি।

১৯৬০ সাল থেকেই অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছে সান মারিনো। অবশেষে ১৪টি আসরের পর প্রথম অলিম্পিক পদক পেল ইতালির ভুখণ্ড বেষ্টিত ছোট্ট দেশটি।

২০১২ লন্ডন গেমসে সান মারিনোর ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের যেকোনো ইভেন্টে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন পেরেল্লি। এবার তৃতীয় হয়ে জিতে নিলেন ব্রোঞ্জ। সেই সাথে ইতিহাসের অংশ হয়ে গড়লেন নিজের দেশের হয়ে প্রথম অলিম্পিকে পদক জয়ের রেকর্ড।

আরও পড়ুন:

সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান

পর্যটকদের জন্য খুলছে সৌদির দরজা

সরকারের সমালোচনা করায় চীনা বিলিয়নারের ১৮ বছরের জেল-জরিমানা

গুলি করে ফিলিস্তিনি শিশুর বুক ঝাঁজরা করে দিল ইসরাইলি বাহিনী


পদক জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি পেরেল্লি।

চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, 'ভীষণ গর্ব হচ্ছে। কারণ, আমরা সবাই চেষ্টা করে এ পর্যন্ত পৌঁছেছি। লন্ডনে পদক পাওয়ার খুব কাছাকাছি গিয়েও বিজয়মঞ্চে উঠতে পারিনি। এবার পেরেছি। এটা আমার দেশের জন্য প্রথম পদক। আমার দেশটা খুব ছোট হতে পারে, কিন্তু ভীষণ গর্বিত। '

news24bd.tv/ নকিব