কেনিয়ায় বাঁধ ভেঙে ২০ জনের মৃত্যু

কেনিয়ায় বাঁধ ভেঙে ২০ জনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারী বৃষ্টিপাতের কারণে কেনিয়ায় বাঁধ ভেঙে পানিতে ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজধানী নাইরোবি থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোলাই শহরে এ ঘটনা ঘটেছে।

কেনিয়ান রেড ক্রস জানিয়েছে, তারা এ পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করেছে। বাঁধ ভেঙে যাওয়ায় দুই হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, দুর্যোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাঁধ ভেঙে শহরে পানি ঢুকে প্রায় দুই কিলোমিটার এলাকার কয়েকশ বাড়ি-ঘর ভেসে গেছে।

নাইকুরু কাউন্টির গর্ভনর লি কিনইয়াজুই জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঁধ ভেঙে পড়ার সময় তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। বাঁধ ভেঙে পড়ায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। জনজীবন এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর