উয়েফার মৌসুমের সেরা গোল পোর্তোর ইরানি স্ট্রাইকার মেহদি তারেমির (ভিডিও)

উয়েফার মৌসুমের সেরা গোল পোর্তোর ইরানি স্ট্রাইকার মেহদি তারেমির (ভিডিও)

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের ভোটে নির্বাচিত মৌসুমের সেরা গোলদাতার নাম ঘোষণা করেছে উয়েফা। ২০২০-২১ মৌসুমের সেরা গোলের পুরষ্কার পেয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। দ্বিতীয় সেরা গোল ইতালি তারকা লরেঞ্জো ইনসিনিয়ে ও তৃতীয় সেরা গোল রেঞ্জার্সের উইঙ্গার কেমার রোফের।

গত ১৩ এপ্রিল সেভিয়ায় চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের অতিরিক্ত সময়ে চেলসির বিপক্ষে বাইসাইকেল কিকে এক দুর্দান্ত গোল করেন তারেমি।

ম্যাচটি ১-০ গোলে জিতেও পোর্তো অবশ্য শেষ চারে উঠতে পারেনি। দুই লেগ মিলে চেলসিই সেমিফাইনালে উঠে যায়।

তবে ডান দিক থেকে ভেসে আসা বলে ১২ গজ দূর থেকে তারেমির দর্শনীয় গোলটি জায়গা করে নিয়েছে ফুটবলপ্রেমীদের মনে।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটে ‘মৌসুমের সেরা গোল’ বেছে নেওয়ায় ভোট পড়েছে ছয় লাখের বেশি।

এর মধ্যে প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছেন তারেমি।


আরও পড়ুন:

তৃতীয় দিনে তুরস্কের দাবানল, আগুনে পুড়ে চার জনের মৃত্যু

সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান

পর্যটকদের জন্য খুলছে সৌদির দরজা

বাংলাদেশসহ চার দেশে দুবাইগামী ফ্লাইট বন্ধ ৭ আগস্ট পর্যন্ত


সর্বশেষ ইউরোয় বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইতালি উইঙ্গার ইনসিনিয়ের বাঁকানো শটে করা গোলটি হয়েছে দ্বিতীয় সেরা। আর ইউরোপা লিগের গ্রুপ পর্বে স্ট্যান্ডার্ড লিয়েগের বিপক্ষে মাঝমাঠ থেকে রোফের করা গোলটি তৃতীয় সেরা।

উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে গত বছরের অক্টোবর থেকে এ বছরের জুলাই পর্যন্ত গোলগুলো বিবেচনা করা হয়েছে।

news24bd.tv/ নকিব