শিল্প-কারখানা খোলা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

শিল্প-কারখানা খোলা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে যতদিন ‘লকডাউন’ আছে ততদিন কোনো শিল্প-কারখানা খোলা হবে না বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, লকডাউন যতদিন, শিল্প-কারখানা বন্ধ থাকবে ততদিন। কারণ জীবিকার চেয়ে জীবন আগে।

আজ দুপুরে জুমার নামাজ শেষে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় নিজ ফার্মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, আগে মানুষের জীবন তার পরে জীবিকা, তাই লকডাউনে কোনো শিল্প কারখানা খোলা হবে না।

আরও পড়ুন:


হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা হচ্ছে

মেঘনায় ট্রলার ডুবে জেলের মৃত্যু, জীবিত উদ্ধার ১১

পর্যটকদের জন্য খুলছে সৌদির দরজা

বগুড়ার গাবতলীতে ৩০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ


কোরবানির চামড়া বাজারজাত করা প্রসঙ্গে তিনি বলেন, কোরবানির চামড়া কোনোভাবে কেউ যেন ভারতে পাচার করতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারী করেছে সীমান্ত এলাকায়।  

এবার চামড়া শিল্পে কোনো অস্থিরতা নেই উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, চামড়া ব্যবসায়ীরা সঠিক দাম পাচ্ছে। আর চামড়া কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত রয়েছে।

  

news24bd.tv নাজিম