লকডাউন আরও যে কয়দিন বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর

লকডাউন আরও যে কয়দিন বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি মাসের ২৩ তারিখ থেকে সারা দেশে চলছে কঠোর লকডাউন। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। ১৪ দিনের এই কঠোর বিধিনিষেধ শেষ হলে আরও ১০ দিন বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।  

আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, আমরা আরও ১০ দিন আগে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

যদিও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি।

তিনি বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

আরও পড়ুুন:


মেঘনায় ট্রলার ডুবে জেলের মৃত্যু, জীবিত উদ্ধার ১১

পর্যটকদের জন্য খুলছে সৌদির দরজা

বগুড়ার গাবতলীতে ৩০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

এবারের ঈদযাত্রায় সড়ক-রেল-নৌপথে ২৯৫ জন নিহত


খুরশীদ আলম বলেন, বিধিনিষেধ বর্ধিত করার কথা বলেছি।

তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে জাতীয় পরামর্শক কমিটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বা আলোচনা করেনি বলেও জানা গেছে।

news24bd.tv নাজিম