মাদারীপুরে বাড়ছে ড্রাগন ফলের চাষ

Other

মাদারীপুরে ড্রাগন ফলের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সজিব হোসেন সাদ্দাম নামে এক ব্যক্তি । তার বাগানে এই ফলের আশানুরুপ উৎপাদন হয়েছে । স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় প্রতিবছরই এই জেলায় বাড়ছে এই ফলের আবাদ ।

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের সজিব হোসেন সাদ্দাম ।

চলতি বছরের জানুয়ারী মাসে  নিজের ৫ একর জমিতে ৫ হাজার ড্রাগন ফলের চারা  লাগান তিনি । গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে।

সাদ্দাম জানান, উৎপাদন খরচ ৩৫ লাখ টাকা হলেও বাজার দর ভাল থাকায় লাভের মুখ দেখছেন সে ।   তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি  তার বাগানে কাজ করে কর্মসংস্থানও হয়েছে অনেকে ।

একটি ড্রাগন গাছ থেকে কমপক্ষে ৩০ বছর পর্যন্ত ফল পাওয়া যায় ।

আরও পড়ুন:


বিট লবনের যত উপকার

ধানখেতে ৮ ফুট অজগর

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরকারীদের গ্রেপ্তার দাবি হানিফের


ড্রাগন চাষে আগ্রহীদের সব ধরণের সহায়তা করা হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্মারা ।   

news24bd.tv/আলী