পাইকগাছায় ছুরি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি আটক

পাইকগাছায় ছুরি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি আটক

অনলাইন ডেস্ক

ছুরি ও গাঁজাসহ ইমামুল জোয়াদ্দার (১৯) নামের একাধিক মামলার এক আসামিকে আটক করেছে খুলনার পাইকগাছা থানা পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে গদাইপুরের কর্মকার পাড়ার তিন রাস্তার মোড় এলাকা তাকে আটক করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, আসামি ইমামুল গদাইপুর গ্রামের ইকরামুল জোয়াদ্দারের ছেলে।

সন্দেহ জনকভাবে ইমামুল গদাইপুরের কর্মকার পাড়ার তিন রাস্তার মোড়ে ঘোরাফেরা করছিল। এসময় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আটক ইমামুলকে তল্লাশি করে তার কাছ থেকে একটি কাঠের বাট যুক্ত ছুরি ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ইমামুলের বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে।

আরও পড়ুন


সূরা বাকারা, আয়াত ৮-১০, প্রকৃত মুসলমানের পরিচিতি

লকডাউনে প্রাণবন্ত মিরপুর চিড়িয়াখানার প্রাণীরা

ফাইভ জি ইন্টারনেট চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

শনিবার আসছে অক্সফোর্ডের আরও ৮ লাখ ডোজ টিকা


ওসি এজাজ শফী আরো জানান, গদাইপুর এলাকায় এ চক্রটি দীর্ঘদিন মাদক বিক্রি ও ডাকাতি করে আসছিল। তারা দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে দস্যুবৃত্তি করে। আসামি ইমামুলের নামে থানায় এর আগেও পৃথক দুটি মামলা রয়েছে।

শুক্রবার আটক ইমামুলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিরুপম নন্দী জানিয়েছেন।

news24bd.tv এসএম