ওমান উপকূলে ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত জাহাজে হামলার ঘটনায় দুই নাবিক প্রাণ হারিয়েছেন। একজন ব্রিটিশ অন্যজন রোমানিয়ার নাগরিক।
আর এ হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।
এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান শুধু ইসরায়েলের জন্যই সমস্যা নয়, তাদের কর্মকাণ্ডে বিশ্বকে অবশ্যই চুপ থাকা উচিত নয়।
আরও পড়ুন
লকডাউনে প্রাণবন্ত মিরপুর চিড়িয়াখানার প্রাণীরা
ফাইভ জি ইন্টারনেট চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
যে কারণে কোরআনে ৮২ বার নামাজের কথা বলা হয়েছে
ওই ব্যবসায়ীর কোম্পানির তরফে বলা হয়েছে, এটি একটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা।
জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, ঘটনার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরে ছিল এবং এটি দারুস-সালাম থেকে ফাজিরাহ বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। অবশ্য তেল আবিবের এমন অভিযোগে এখনও প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
news24bd.tv রিমু