আফগানিস্তানের জাতিসংঘের দপ্তরে হামলা, এক পুলিশ নিহত

আফগানিস্তানের জাতিসংঘের দপ্তরে হামলা, এক পুলিশ নিহত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে হামলার ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের ‘সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিরা’ এ হামলা চালিয়েছে।

এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি কানকো।

তিনি এও বলেছেন, হামলায় জাতিসংঘের কোনো কর্মীর ক্ষতি হয়নি।

আফগানিস্তানে অবস্থানরত জাতিসংঘের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার দিনভর হেরাতে সরকারি সৈন্য ও তালেবানের মধ্যে তুমুল লড়াই হয় এবং বিকেলে জাতিসংঘের দপ্তর হামলার শিকার হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, জাতিসংঘের দপ্তরে মোতায়েন নিহত পুলিশ সদস্য সম্ভবত দু’পক্ষের ক্রসফায়ারে পড়ে প্রাণ হারিয়েছেন। তালেবান সদস্যরা জাতিসংঘের কোনো দপ্তরে হামলা চালায়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন


হত্যা চেষ্টার অভিযোগে আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা মিজোরাম পুলিশের

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় আরও এক মামলা

হামলার শিকার ইসরাইলি জাহাজের ২ ক্রু নিহত

পাইকগাছায় ছুরি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি আটক


তবে জাতিসংঘের কর্মীরা বলছেন, পূর্ব পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে কারণ, আক্রমণকারীরা জাতিসংঘ দপ্তরের প্রবেশপথে গুলি চালায় ও গ্রেনেড নিক্ষেপ করে।

জাতিসংঘের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি দিবরা লিওন এ হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

যেকোনো যুদ্ধে জাতিসংঘের কোনো স্থাপনা বা কর্মীর ওপর হামলা নিষিদ্ধ এবং এ ধরনের হামলা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে। সূত্র: পার্সটুডে।

news24bd.tv এসএম