ভারতকে ১৪টি প্রাচীন শিল্প নিদর্শন ফেরত দিচ্ছে অস্ট্রেলিয়া

ভারতকে ১৪টি প্রাচীন শিল্প নিদর্শন ফেরত দিচ্ছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

ভারত সরকারকে ১৪টি প্রাচীন শিল্প নিদর্শন ফেরত দিচ্ছে অস্ট্রেলিয়া। ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ায় সংরক্ষিত থাকা এইসব শিল্পকর্ম বিভিন্ন সময় চুরি, লুট বা অবৈধভাবে ভারত থেকে সরানো হয়েছিল। তাই শিল্পকর্মগুলো ভারতেই ফেরত পাঠাতে চায় অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি।

বিবিসি'র এক প্রতিবেদনে উঠে এসেছে, এগুলোর আর্থিক মূল্য প্রায় ২২ লাখ মার্কিন ডলার ।

মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক এই শিল্প নিদর্শনগুলোর মধ্যে রয়েছে- কয়েকটি ভাস্কর্য, কিছু ফটোগ্রাফ এবং একটি আঁকা স্ক্রোল। এর মধ্যে কয়েকটি দ্বাদশ শতাব্দীতে তৈরি।

আরও পড়ুন


টি-স্পোর্টসে আজকের খেলা

ফল খাওয়ার উপযুক্ত সময় কোনটি জেনে নিন

জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করল ইসরায়েল

ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিলেন বেন স্টোকস

এদিকে, ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ার পরিচালক জানান, এগুলো ফেরত দেওয়ার মধ্য দিয়ে ইতিহাসের একটি কঠিন অধ্যায়ের সমাপ্তি ঘটবে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, সদিচ্ছা এবং বন্ধুত্বের এটি একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপিত হলো।

 

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক