স্টিভ জবসের আড়াই কোটি টাকার চাকরির আবেদনপত্র আবারও নিলামে!

স্টিভ জবসের আড়াই কোটি টাকার চাকরির আবেদনপত্র আবারও নিলামে!

অনলাইন ডেস্ক

‘অ্যাপেল’র প্রতিষ্ঠাতা স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র আবারও নিলামে উঠেছে। আবেদনপত্রটির দাম হাঁকা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকা!

স্টিভ জবস যখন প্রথম এই চাকরির আবেদন করেছিলেন তখন তার বয়স ছিলো মাত্র ১৮ বছর। সালটা ছিলো ১৯৭৩।

তখন একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন তিনি। স্টিভ জবসের জীবনে প্রথম এবং শেষ চাকরির আবেদনপত্র বলে কথা! এ খবর দিয়েছে সিএনবিসি।

সম্প্রতি ওই পুরনো হলদেটে কাগজ নিলামে উঠতেই দাম উঠলো আড়াই কোটি টাকা।

হাতে লেখা ওই আবেদনপত্রে জোবস নিজেই জানান, তখনকার সময়ে তার কাছে মোবাইল ফোন ছিলো না।

শুধু ছিল ড্রাইভিং লাইসেন্স।

আরও পড়ুন


খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু অনেক কম

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা

আফগানিস্তানে চলা সংঘর্ষ ও প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র দায়ী: চীন

তুরস্কের ভয়াবহ দাবানল নেভাতে সহযোগিতার আশ্বাস ইরানের


এছাড়া স্টিভ জবসের চাকরির আবেদনপত্র বলেই শুধু নয়, ওই পুরনো কাগজটির মধ্যে কিছু অভিনব ব্যাপারও রয়েছে। এর জন্য এত বিপুল অর্থ দিয়ে সেটি কেনা হয়েছে।

স্টিভ জবসের চাকরির আবেদনপত্র নিলামে ওঠার ঘটনা প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার নিলাম হয়েছে ওই কাগজটির। গত মার্চেই একটি নিলামে তার দাম উঠেছিল এক কোটি ৭০ লাখ টাকা।

news24bd.tv এসএম