ঝিনাইদহে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১

ঝিনাইদহে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১

Other

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২’শ ২ জন। নতুন করে ৮১ জন আক্রান্ত হয়েছে।

শনিবার (৩১ জুলাই) ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।


 
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, ঝিনাইদহ করোনায় জেলা সদর হাসপাতালে ৩ জন মারা গেছে। করোনা ওয়ার্ডে ৭৪ ও আইসোলেশনসহ মোট ভর্তি ১০১ জন।

আজ শনিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে আসা ২’শ ৩০টি নমুনার ফলাফলের মধ্যে ৮১ জন করোনা পজেটিভ। আক্রান্তের হার ৩৫ দশমিক ২১ ভাগ।

এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৭ হাজার ৫’শ ৬৯ জনে।

এ পর্যন্ত করোনার সাথে লড়াই করে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৯ জন। তবে নতুন করে আজ কেউ সুস্থ হয়নি। এদিকে হাসপাতালে বাইরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকছে রোগীর স্বজনেরা।

news24bd.tv এসএম

আরও পড়ুন


চাঁদ থেকে পৃথিবীতে ফিরেও বিমানবন্দরে কাস্টমসের জেরা

খুলছে পোশাক কারখানা, দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

স্টিভ জবসের আড়াই কোটি টাকার চাকরির আবেদনপত্র আবারও নিলামে!

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু অনেক কম


 

এই রকম আরও টপিক