পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনা আলোচনা: রাশিয়া

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনা আলোচনা: রাশিয়া

অনলাইন ডেস্ক

মূল পরমাণুর সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় ইরান ও পাঁচজাতি গোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গতকাল (শুক্রবার) এই মন্তব্য করেছেন।

পরমাণু সমঝোতার আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোকে মূল লক্ষ্য থেকে সরে না যেতে এবং নতুন কোনো কিছু এর সাথে যুক্ত না করার আহ্বান জানান তিনি।

উলিয়ানভ বলেন, আলোচনায় অংশগ্রহণকারী সবাইকে খেয়াল রাখতে হবে যেন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এমন ধারণার সৃষ্টি না হয় যে, তাদের প্রচেষ্টার কারণে আসল লক্ষ্য থেকে সরে গিয়ে নতুন কিছু যোগ করা সম্ভব হয়েছে।

এর আগে ভিয়েনা আলোচনায় অপ্রাসঙ্গিক কোন ইস্যু নিয়ে তেহরান আলোচনা করবে না বলে জানিয়েছেন, ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি।


আরও পড়ুন:

পর্যটকদের জন্য খুলছে সৌদির দরজা

বাংলাদেশসহ চার দেশে দুবাইগামী ফ্লাইট বন্ধ ৭ আগস্ট পর্যন্ত

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা

হেলেনাকে সম্মানের সঙ্গে ছাড়তে বললেন সেফুদা


কাজেম গরিবাবাদি আরো বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো এখনো মনে করে তাদের হস্তক্ষেপে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবের মতো অপ্রাসঙ্গিক ইস্যুগুলো নিয়ে ভিয়েনায় আলোচনা হবে।

news24bd.tv/ নকিব