আফগানিস্তানে আকস্মিক বন্যা, নিহত দেড় শতাধিক

আফগানিস্তানে আকস্মিক বন্যা, নিহত দেড় শতাধিক

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে গভীর রাতে ভারি বৃষ্টির পর আকস্মিক বন্যায় ঘুমন্ত অবস্থায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৮ জুলাই) দেশটির পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশের এক গ্রামে এই ঘটনা ঘটে।

আল-জাজিরা জানায়, বন্যায় তালেবান নিয়ন্ত্রিত দুর্গম এ গ্রামের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

 বন্যা দুর্গত এলাকায় নিজস্ব উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে তালেবান  কর্মকর্তারা।

নিহতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করেছেন নুরিস্তান প্রদেশের এক প্রকৌশলী।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার সময় নুরিস্তান প্রদেশের ঐ গ্রামটির বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। যে কারণে তারা সামান্য প্রস্তুতিও নিতে পারেননি।


আরও পড়ুন:

পর্যটকদের জন্য খুলছে সৌদির দরজা

বাংলাদেশসহ চার দেশে দুবাইগামী ফ্লাইট বন্ধ ৭ আগস্ট পর্যন্ত

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা

হেলেনাকে সম্মানের সঙ্গে ছাড়তে বললেন সেফুদা


স্থানীয়রা নুরিস্তানের কামদেশ থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৮০টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন। নিখোঁজ এখনো শতাধিক। সেখানে উদ্ধারকারী দল পাঠানো নিয়ে তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচনা চলছে। ক্ষতিগ্রস্তদের ৬২ হাজার ডলারের সমপরিমাণ ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

news24bd.tv/ নকিব