৫ আগস্টের পর লকডাউন বাড়বে কি না জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ আগস্টের পর লকডাউন বাড়বে কি না জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ শেষ হবে আগামী ৫ আগস্ট। এরপর আবারো বিধিনিষেধের সময়সীমা বাড়ানো প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, আগামী ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

শনিবার (৩১ জুলাই) গণমাধ্যমকে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে ৫ আগস্টের পর লকডাউন বাড়ানো হবে কি না সেই সিদ্ধান্ত আমরা দেব। তবে লকডাউন কী পরিসরে থাকবে তা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।

আরও পড়ুন


সীমান্তে ইসরাইলি সেনাদের আনাগোনা, লেবাননের হুঁশিয়ারি

গাজীপুরের চন্দ্রায় মানুষের ভিড়, গাড়ি দেখলেই মামলা দিচ্ছে পুলিশ

ঝিনাইদহে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১

চাঁদ থেকে পৃথিবীতে ফিরেও বিমানবন্দরে কাস্টমসের জেরা


তিনি আরও বলেন, চলমান এই লকডাউন কঠোরতম ছিল সে অনুযায়ী আমাদের সবকিছুই বন্ধ ছিল।

কিন্তু এখন তো আর সেটি থাকছে না। এখন স্বল্প পরিসরে খোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের শিল্প-কারখানা খোলা হচ্ছে।

এদিকে গতকাল বিকেলে ঘোষণা দেওয়া হয়েছে আগামীকাল রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্প কারখানা  খুলে দেওয়া হবে। শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণার পর গতকাল শুক্রবার থেকেই গ্রাম থেকে মানুষের ঢাকামুখী ঢল নেমেছে।

news24bd.tv এসএম