ভারতে আবারও বাড়ছে করোনায় মৃত্যু

ভারতে আবারও বাড়ছে করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বিপর্যস্ত ছিলো ভারত। দেশটিতে করোনাভাইরাসে আবারও বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮১০ জনের।

খবর হিন্দুস্তান টাইমসের।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪১ হাজার ৬৪৯। এ নিয়ে মোট আক্রান্ত ৩ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জন।

গত মঙ্গলবার দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামার পর থেকে আবারও বেড়ে চলেছে করোনা সংক্রমণ।

গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিলো ৪৪ হাজার ২৩০।

আরও পড়ুন:

পর্যটকদের জন্য খুলছে সৌদির দরজা

বাংলাদেশসহ চার দেশে দুবাইগামী ফ্লাইট বন্ধ ৭ আগস্ট পর্যন্ত

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা

হেলেনাকে সম্মানের সঙ্গে ছাড়তে বললেন সেফুদা


ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে দৈনিক করোনায় আক্রান্ত ৪ লাখ অতিক্রম করে। কিন্তু এই ধাক্কা অনেকটাই সামলে উঠেছিলো দেশটি। কিন্তু এর মধ্যে আবারও সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের।

news24bd.tv/ নকিব