নোয়াখালীতে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

নোয়াখালীতে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

Other

নোয়াখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এবং ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে জেলার করোনা রোগীদের ব্যবহারের জন্য বিনামূল্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।  

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, নোয়াখালী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আগে কোভিড হাসপাতালে যত রোগীর চিকিৎসা দেওয়া হতো এখন তা উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে।

এই মূহুর্তে এই সিলিন্ডারগুলো আমাদের জন্য অনেক উপকারে আসবে।  

ম্যাক্স গ্রুপের প্রতিনিধি জিয়া উদ্দিন জুয়েল বলেন, করোনা মহামারীর এই দুর্যোগে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আইইবি-ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টার চালু করেছে। তার অংশ হিসেবে নোয়াখালী জেলায় ৫০টি অক্সিজেন সিলিন্ডা দেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজিমুল হায়দার।

আরও পড়ুন:


জলাবদ্ধতার সাথে মশা, ব্যাঙ বিষাক্ত প্রাণীর সাথে বসবাস

দক্ষিণের পথে পথে ঢাকামুখি মানুষের স্রোত

বগুড়ায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন পর চালু


news24bd.tv / কামরুল