ডোপ টেস্টে বাদ পড়লেন পদকজয়ী নাইজেরিয়ান অ্যাথলেট

ডোপ টেস্টে বাদ পড়লেন পদকজয়ী নাইজেরিয়ান অ্যাথলেট

অনলাইন ডেস্ক

টোকিও অলিম্পিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালের আগমুহূর্তে ডোপ টেস্টে ‘পজিটিভ’ হয়ে বাদ পড়েছেন নাইজেরিয়ান খেলোয়াড় ব্লেসিং ওকাগবারে। গত শুক্রবারে ১০০ মিটার হিটে জিতেছিলেন তিনি।

গত ১৯ জুলাইয়ের অ্যাথলেটদের ডোপ টেস্ট করা হয়। এই টেস্টের ফলাফলে ওকাগবারে’র গ্রোথ হরমোন নেয়ার বিষয়টি জানা যায়।

অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট জানায়, এই ডোপ টেস্টের ফলাফল শুক্রবার বিকেলে পাওয়া যায়, যার আগেই ওকাগবারে প্রথম দিনের ১০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নিয়ে ফেলেছেন। শনিবার অলিম্পিক থেকে বাদ দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

অলিম্পিক ড্রাগ টেস্টের নিয়মানুযায়ী, ওকাগবারে আরেকবার ডোপ টেস্টে ‘বি’ স্যাম্পল বা ব্যাকআপ স্যাম্পল দিয়ে দ্বিতীয়বার ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।

তবে দ্বিতীয়বার পরীক্ষার ফলাফল পক্ষে আসলেও সেমিফাইনালের ঠিক আগে এই নিষেধাজ্ঞা ৩২ বছর বয়সী এই অ্যাথলেটকে গোটা অলিম্পিক থেকেই ছিটকে ফেলবে।

আরও পড়ুন:

বাংলাদেশসহ চার দেশে দুবাইগামী ফ্লাইট বন্ধ ৭ আগস্ট পর্যন্ত

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা

হেলেনাকে সম্মানের সঙ্গে ছাড়তে বললেন সেফুদা

সেনাবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে ছয় শতাধিক নিয়োগ


এর আগে ২০০৮ সালের বেইজিং অলিম্পিক ও ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নারীদের লং জাম্পে রৌপ্য পদক জয় করেন ৩২ বছর বয়সী এই নাইজেরিয়ান অ্যাথলেট।

এছাড়া ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে তিনি ১০০ ও ২০০ মিটারে চ্যাম্পিয়ন হন। এবার টোকিও অলিম্পিকে নারীদের স্প্রিন্টে অন্যতম ফেবারিট ছিলেন এই খেলোয়াড়।

news24bd.tv/ নকিব