১০ মিনিটে দুই টিকা নেওয়া বাশারুজ্জামান স্বাভাবিক আছেন

Other

কুষ্টিয়ার খোকসায় ১০ মিনিটে দুইবার টিকা নেয়া ব্যক্তি এখনো স্বাভাবিক আছেন। শারীরিক কোন অসুবিধাই হয়নি। বিশিষ্টজনেরা বলছেন টিকা প্রদানকারী ও গ্রহীতা উভয়কেই আরো দায়িত্বশীল হওয়া দরকার। তবে এটাকে নিছক ভুল হিসেবে দেখছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

টিকা প্রদানকারী না গ্রহণকারী...  নাকি উভয়ের ভুল? ফলাফল দুবার টিকা দেয়া হলো একজনের শরীরে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার টিকা নেয়ার পর অপেক্ষা করছিলেন গ্রাম থেকে আসা ওই ব্যাক্তি। ১০ মিনিটের মধ্যেই একই নার্সের কাছ থেকে নেন দ্বিতীয়বার। গ্রহীতার ভুলের কারণে এমনটি ঘটেছে বলেন নার্স।

একসঙ্গে দুবার টিকা নিয়ে টেনশনে ছিলেন বাশারুজ্জামান। তবে, বৃহস্পতিবারের ঘটনার পর দুইদিনে শারীরিক কোন সমস্যা হয়নি তার।

আরও পড়ুন:


বিএনপি-জামায়াত-হেফাজত করোনার মতো বারবার রূপ পরিবর্তন করছে: বাহাউদ্দিন নাছিম

টিকা নেয়ার পরেও করোনা পজিটিভ ফারুকী

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা


তবে, এ ঘটনায় মানুষকে সচেতন করতে না পারার- স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা ফুটে উঠছে- বলেন সচেতন নাগরিকদের প্রতিনিধি। এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

news24bd.tv নাজিম