করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের থাবায় থমকে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। শহর ছেড়ে এবার সংক্রমণের হার বাড়াচ্ছে গ্রামেও। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে আইসিইউ সংকট।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেয়া মায়ের মৃত্যু হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ছেলেকে আইসিইউ ছেড়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন এক মা।
যেনো তাণ্ডব চালাচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। চট্টগ্রাম মেডিকেলে রোগীর সংখ্যা এখন ধারণক্ষমতার দ্বিগুণ। করোনা মোকাবেলায় আরো চিকিৎসক চান চট্টগ্রাম মেডিকেল পরিচালক।
গ্রামাঞ্চলেও বেড়েছে সংক্রমণ। তাই উপজেলা হাসপাতালগুলোতে অক্সিজেন সাপোর্ট বাড়ানোর দাবি চিকিৎসক সংগঠকদের।
আরও পড়ুন:
বিএনপি-জামায়াত-হেফাজত করোনার মতো বারবার রূপ পরিবর্তন করছে: বাহাউদ্দিন নাছিম
টিকা নেয়ার পরেও করোনা পজিটিভ ফারুকী
স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা
চট্টগ্রামে দুই হাজার ৭২৮টি শয্যা নিয়ে করোনা চিকিৎসা দিচ্ছে সরকারি বেসরকারি ২৩টি হাসপাতাল। ১৫০টি আইসিইউ শয্যার মধ্যে খালি নেই একটিও। গত এক সপ্তাহে চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছেন সাড়ে সাত হাজারের বেশি। মারা গেছেন প্রায় ১০০ জন।
news24bd.tv নাজিম