কুষ্টিয়া করোনা হাসপাতালে নষ্ট ক্যানুলা মেরামত হচ্ছে

কুষ্টিয়া করোনা হাসপাতালে নষ্ট ক্যানুলা মেরামত হচ্ছে

Other

কুষ্টিয়া করোনা হাসপাতালে নষ্ট হাই ফ্লো নাজাল ক্যানুলা মেরামতে কাজ চলছে। তবে, এতে চিকিৎসায় কোন প্রভাব পড়ছে না- বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে- এখনো ৬টি হাই ফ্লো নাজাল ক্যানুলা এখনো ব্যবহারই হয়নি।  

তবে, কুষ্টিয়া করোনা হাসপাতালের এই ক্যানুলার অনেকগুলোই সহায়তা হিসেবে বেসরকারিভাবে পাওয়া।

সেগুলো মেরামতের জন্যও বেসরকারিভাবে সহায়তা নেয়া হচ্ছে।  

কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৪টি হাই ফ্লো নাজাল ক্যানুলা ছিল। করোনার রোগীর চাপ বাড়ায়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি আরও ২০টি যন্ত্র অনুদান হিসেবে দেন।  

হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, প্রয়োজন না পড়ায় এখনো ৬টি যন্ত্র স্থাপনই করা হয়নি।

কয়েকদিনে ১২ হাই ফ্লো নাজাল ক্যানুলা নষ্ট হলেও এই ৬টি এখনো ইনটেক রয়েছে।  

ডা. আবদুল মোমেন বলেন, শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ১৭৭ জন করোনা পজিটিভ ও ৭৭ জন করোনার উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তি ২২৪ জন। হাসপাতালের ২০০ বেডেই সেন্ট্রাল অক্সিজেনের লাইন আছে। এখন এখানে হাই ফ্লো নাজাল ক্যানুলা সচল আছে ১৮টি।  

নষ্ট হওয়া সরকারি ক্যানুলাগুলো মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বাকিগুলোর বিষয়ে বেসরকারি সহায়তা নেয়া হচ্ছে।  

আরও পড়ুন:


জলাবদ্ধতার সাথে মশা, ব্যাঙ বিষাক্ত প্রাণীর সাথে বসবাস

দক্ষিণের পথে পথে ঢাকামুখি মানুষের স্রোত

বগুড়ায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন পর চালু


news24bd.tv / কামরুল