করোনা বিধিনিষেধ শিথিল করে বিপাকে যুক্তরাজ্য

করোনা বিধিনিষেধ শিথিল করে বিপাকে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গণহারে টিকাদান কার্যক্রমের পাশাপাশি বিধিনিষেধ শিথিল করায় যুক্তরাজ্যে করোনা সংক্রমণ প্রায় ১৫ শতাংশ বেড়ে গেছে। করোনা সংক্রমণ নিয়ে এক সাপ্তাহিক জরিপে বিষয়টি উঠে আসে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল চিকিৎসা প্রয়োজন ছয় হাজারেরও বেশি লোকের, যা মার্চের পর সবচেয়ে বেশি।

কিন্তু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক পরীক্ষায় সংক্রমণ করে যাওয়ার কথা বলা হয়েছে। যদিও এতে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিটিক্স (ওএনএস) এর সর্বশেষ জরিপে বলা হয়, সংক্রমণ কমেনি বরং সংক্রমণ বেড়েছে। তবে বাড়ার বিষয়টি দৈনিক পরীক্ষায় উঠে আসে নি।

ওএনএস বলছে, ইংল্যান্ডে সংক্রমণ বেড়েছে এক লাখ ১৪ হাজার ৫০০ অর্থাৎ ১৫.৪ শতাংশ। ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডে সংক্রমণ বেড়েছে। কিন্তু স্কটল্যান্ডে সংক্রমণ কমেছে।

আরও পড়ুন:

বাংলাদেশসহ চার দেশে দুবাইগামী ফ্লাইট বন্ধ ৭ আগস্ট পর্যন্ত

চীন ও অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারি

হেলেনাকে সম্মানের সঙ্গে ছাড়তে বললেন সেফুদা

সেনাবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে ছয় শতাধিক নিয়োগ


এদিকে ওএনএসের জরিপ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে যে অসঙ্গতি সে সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, এর বিভিন্ন কারণ থাকতে পারে।

উল্লেখ্য, টিকা কর্মসূচীর সফলতার কথা তুলে ধরে দেশটিতে পুরোপুরি বিধিনিষেধ তুলে দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

news24bd.tv/ নকিব